স্বপ্ন আমার স্বপ্নই গেলো রয়ে,
দিয়েছে ভীষণ আড়ি,
দিন ফুরালো, রাত ফুরালো,
বয়ে গেল সময় গাড়ি,
মন পিয়ন খূঁজে সারাক্ষণ-
পেল না স্বপ্নের বাড়ি।।


প্রেমের দেশে এক প্রেমের গায়,
আমার ভালোবাসা থাকে,
অবুঝ মন পাগল হলো এমন
দু চোখ শুধু খোঁজে তাকে।
দিশা হারিয়েছে কখন এ হৃদয় ভীষণ ,
বেড়ে চলেছে আহাজারি।।
মন পিয়ন খূঁজে সারাক্ষণ-
পেল না স্বপ্নের বাড়ি।।


স্বপ্ন সত্যির অপেক্ষাতে,
বিরহ আগুনে জ্বলবো কতো?
বেদনায় ডুবে থাকবো কতো?
কষ্ট প্রহর আমার শত শত।
জানি, স্বপ্ন সবার হয় না পূরণ,
মনকে তবু ঝুঝাতে না পারি!
মন পিয়ন খূঁজে সারাক্ষণ-
পেল না স্বপ্নের বাড়ি।।