মহররমের দশ তারিখে
দুঃখে পরান যায়,
হোসাইন শহিদ হলো বলে
ঐ কারবালায়।
আহা) ঐ কারবালায়।।
ফোরাত নদীর পাড়ে রক্তে
ভাসে মুসলমান,
শোকের ছায়ায় ঢেকে গেল
সারাটি জাহান।
কতো মুসলিম হলো শহীদ
ঐ যুদ্ধের দামামায়,
মন আমার কাঁদে আজও
সেই বেদনায়।
আহা) সেই বেদনায়।।
ক্ষমতার লোভে ইয়াজিদ
করে জুলুম শাসন,
প্রতিবাদ করতে গিয়ে-
হোসাইন দেয় জীবন।
ন্যায়ের পথের পথিক সেদিন
কেন হেরে যায়?
মন আমার কাঁদে আজও
সেই বেদনায়।
আহা) সেই বেদনায়।।