আসতে আসতে, যতদূর থেকে
দেখা যায় তোমায়, চেয়ে থাকি।
আহ্! প্রেম।
যেতে যেতে, যতদূর অবধি
দেখা যায় তোমায়, চেয়ে থাকি।
আহ্! বিরহ।
অতঃপর সংখ্যারেখায়-
দেখি আমায়। দেখি অবস্থান আমার
ফিক্সড শূণ্য বরাবর!
আর শূণ্যকে যদি একটা বৃত্ত ধরো,
প্রেম অথবা আর্থিক নিকাশ ঘরে
ঐ বৃত্তেই বন্দি,
বন্দি আমি- আজন্মকাল!