দোস্ত, তোর লগে আইজকা টাংকি মাইরা মজা পাই নাইক্কা!
দুইননার সব ছেমরাগো লাহান তুইও মাইয়া মানুছ লইয়া এই কথা কইবার পারলি–
মাইয়ারা, ছেমরিরা খারাপ হইয়া গেছেগা!
তোর বইন নাইক্কা? আমগো বইন নাইক্কা?
আবে হালা বুঝার পারছি–
তোর চিন্তায় পচন ধইরা গেছেগা!
তুইও মুরখের লাহান কথা কইবার লাগছোস!
একখান কথা কইবার চাই, তুই কইলাম চেতবার পারবি না!
হপায় পড়লাম পত্রিকায়–
এক হালায়- মোবাইলে প্রেম পিরিতি কইরা, এক ছেমরিরে শাদী করব কইয়া- ইজ্জত নিছে!
কি আর কমু, এইখানে খেমতি দেয় নাইক্কা- ছেমরিরে খুন কইরা ফালাইছে!
খবরডা শুইন্না মনে চোট লাগছে-
আরো চোট পাইছি- মাইনছে ছেমড়ির দোষ কইবার লাগছে!
একখান কথা কইবার চাই, তুই কইলাম চেতবার পারবি না!
মাইয়ারা কি তোরে জ্বালায়- না তুই জ্বালাস!
রাইতে, বেরাইতে কে মিছকল মারে?
পটানোর চেস্টা তুই করস, না ছেমরিরা করে!
ওই ছেমরির তো বিশ্বাস আছিল-
ছোয়ামী ভাবছিলো!
মাগার, ঐ হালা তো অমানুষ!
সিমারের লাহান পাষাণ! শকুণের লাহান!
কইথেইক্কা ভালা পাইয়া লৌড় পাইরা আইল ছেমরি- আবে হালার চরিত্র নাইক্কা!
অহন ক! দোষ ছেমরাগো না ছেমরিগো?
ক, হালা!
ক!