ধুলোবালি চোখে দিয়ে, অনেকেই
চশমা খুলে রেখে, এখন
              ক্লিয়ার দেখছি সব!
বয়ানে বলে যাই জাস্টিস, জাস্টিস
আসলে জাস্টিস নয়, ওসব
                  অমানবিক মব!

কবে পানির ছিটা দেবো চোখে
জ্বলজ্বল টলমল হয়ে
              উঠবে সবার দৃষ্টি?
মবতন্ত্র নয়, আইনের শাসনে
হবে বিচারসমস্ত। মনজগতে হবে
                  শুদ্ধতার বৃষ্টি!
কবে?
        আচ্ছা!
                একচুয়ালি কবে?
দেশটা আমার, মানবিক বাংলাদেশ হবে?