পূর্ণরূপ চাঁদ। লক্ষ্মীময় ক্ষণ!
জোছনার শরাবে মাতাল পৃথিবীর মন।
জোনাকিদল মেতেছে নাঁচের আড্ডায়।
বৃক্ষেরা পাতায় পাতায়-
বাজায় বাঁশি প্রেমের সুরে।
হে প্রিয়তমা, কেন তুমি দূরে?
হৃদয়ে ফুটেছে ফুল আমার।
ভালোবেসে পাপড়িসব এক এক করে খুলে;
করবো দান তোমার ঐ পদযুগলে।
এসো, করি মিহি জোছনার গান!