একটি ঘাসফুল- এক রঙিন প্রজাপতির সাথে দেখা করতেই জনমের শুরু তার এমনটি কখনো ভাবেনি। অনেক কিছু শিখে নিয়েছিল পরিবার, সমাজ, রাষ্ট্র থেকে। জীবনকে স্বাধীনভাবে সাজানোর স্বপ্নে কাটতো দিনরাত।
সময় বয়ে যায়- ঘাসফুলও যৌবন পায়। স্বপ্নরা এতদিনে বেশ বড় হয়ে ওঠে।
সমাজের লোক কানাঘুষো শুরু করে- আইবুড়ি হলো! জাত গেলো, সমাজ বাঁচাও!
সবার চাপে- বিয়ের পিড়ি! ঘাসফুলের স্বপ্ন শরতের কুয়াশা নেকাবে ঢাকে। আর আসেনি বসন্ত কোন দিন।
মেয়ে ঘাসফুল: আগন্তুক পথিকের পদপরশে চলে শেষবেলার প্রস্তুতি।
----------
ইংরেজি অনুবাদ
----------
A girl grass flower
A girl grass flower never thought her life is created only to meet a colored butterfly. She had learned many things from the family, the society, the state. She used to spend the day dreaming about setting her life with freedom.
Time does fly! Grass flowers also get young. Dreams have become quite big these days.
The people of the society started whispering - Aged girl! Community is going to be contaminated by her, save society!
Under pressure - she got married! The dream of grass flower is covered by the mist of autumn. And spring did not come in her life anymore.
Girl Grass flower: Takes preparation for the last breath under the foot of the unknown passerby.