১.
মেঘবালিকা,
তপ্ত হৃদয়ে দাও
বৃষ্টির ছোঁয়া!

২.
হয়ে নিঃশেষ-
গাও প্রেমের গান,
নিঃস্বার্থ বেশ!

৩.
মনে তোমার,
বেঁচে থাকার প্রাণ
রাখা আমার!

৪.
মরু হৃদয়,
শুধু তোমার স্পর্শে
সবুজ হয়!

৫.
চাতক আমি,
তোমার অপেক্ষায়
বরষাপ্রেমী।