মমতার মাতৃকোল সন্তানের স্বর্গ
আজন্ম নিশ্চিন্ত বাস প্রিয়তম স্থান,
সুখে দুখে মনজুড়ে শান্তির সম্পান,
ভালোবাসা মেখে থাকা নিয়ত নিসর্গ।
মায়ের আঁচল সে যে পুজনীয় অর্ঘ্য
বটবৃক্ষ ছাঁয়াঘেরা দেবীসম প্রাণ,
প্রেমের বন্ধনে গাথা সুনির্মল গান,
বিষন্নতা মুছে ফেলা ‘ইরেজার বর্গ’।
নেই যার মাতৃছাঁয়া দূর্ভাগা সেজন
পৃথিবীর বুকে তার দুঃখ চিরকাল,
কষ্টমাখা পথচলা ভীষণ বেহাল,
বেদনায় ডুবে থাকা তৃপ্তিহীন মন।
যার আছে মাতৃধন দীর্ঘকাল থাক,
নেই যার দুঃখ তার দূরে উড়ে যাক।