একাত্তরকে রেখেছি মনে,
চব্বিশকেও ভুলবো না।
সার্বভৌমত্ব রক্ষায় আমরা
আপোষ কভু করবো না!
আমরা সবাই বাংলাদেশি,
মাতৃভূমি ভালোবাসি।।

মুক্ত করেছি ভয় আমরা,
যুক্ত করেছি যুক্তি।
স্বাধীনতার সৌরভে আনবো
জনগণের মুক্তি।
সবার মুখে ফোটাবো আমরা
চিরন্তন সুখের হাসি।
আমরা সবাই বাংলাদেশি,
মাতৃভূমি ভালোবাসি।।

মাতৃভূমি অথবা মৃত্যু
আমাদের শ্লোগান,
দায় ও দরদে, দেশ গঠনে
গাই বিপ্লবের গান।
দেশ বাঁচাতে দেশ সাজাতে
আমরা) মৃত্যুর মুখেও হাসি।
আমরা সবাই বাংলাদেশি,
মাতৃভূমি ভালোবাসি।।
-------------
(গানের কবিতা।)