মা আমার, গাঁও গেরামের লোক
তবু তাঁর মুখের ভাষায়-
আমার পরিচয় হোক!
কথায় আমার আঞ্চলিকতার টান,
জন্মসূত্রে পাওয়া খোদার সেরা দান।
এসব নিয়ে ভর সমাজে, লোকে-
যা খুশি তাই বলুক!
ভাষা বৈচিত্র্যে- যাদের গাঁ জ্বলে,
মেরুদন্ড বিকিয়ে তারা-
কেঁচো হয়ে চলুক!