পৃথিবীতে মানুষের প্রথম গীতিকবিতা 'কান্না'...
কান্নার সুরেই জানান দেয় শিশু
এসেছে সে পৃথিবীর বুকে ।
অজানা ভবিষ্যৎ, হাসি-কান্নার মেলবন্ধনে
জীবনের চাকা চলে সুখে-দুঃখে ।
কান্নার উপকরণ সামনে এলে তাই,
বিমর্ষ হতে নাই! ভেঙে পড়তে নাই!
আলিঙ্গনে তাকে, তুমি এগিয়ে চলো সামনে,
'জন্মমুহূর্ত' হোক প্রেরণা ।
পৃথিবীতে মানুষের প্রথম গীতিকবিতা 'কান্না'...