কাশ্মীর কেন? ফিলিস্তিন কেন? রাখাইন কেন? কোথাও-
"মানবতার কোন সীমানা নেই।"
পৃথিবীর বুকের সীমানাগুলো রাজনৈতিক মাত্র!
মানবাধিকারের বিচারে-
নেই স্থান-কাল-পাত্র।
শুধু তাই নয়- প্রাণীদেরও অধিকার আছে,
-প্রকৃতিরও অধিকার আছে,
-অধিকার আছে সবার বেঁচে থাকার।
কে তুমি?
কি তোমার প্রয়োজন?
-কেড়ে নেবার এসব অধিকার?
কে তুমি? মরনঘাতি কোন জীবানু?
নাকি অসুরের প্রেতাত্মা?
নাকি ইশ্বর সবার!
না, না, এসব কিছুই না!
তুমিও মানুষ- আমিও মানুষ, পৃথিবীর সব জনপদের সবাই মানুষ!
তবে কেন- অন্যকে বিনা কারনে মৃত্যুর মূখে ঠেলে দেবার চক্রান্ত করো বারবার!
ক্ষান্ত দাও মানুষের অধিকার হরণের খেলা- বন্ধ করো শুধু নিজ স্বার্থ উদ্ধার!
শোন হে রাজনীতিবিদ, চরমপন্থী, ধর্মান্ধ, উগ্র জাতীয়তাবাদের ধারক-
অন্যের অধিকার হরণ করো যদি- তবে তুমি মানবতার ঘাতক, নিকৃষ্ঠ মনের বাহক।
ভালোবাসা না থাকলে ওটা মন না, মন না থাকলে সে মানুষ না!
বিশ্বের বুকে যারা তোমরা নিজেদের মানুষ বলে দাবী করো-
সবার মূখেই হোক একই আওয়াজ-
"মানবতার কোন সীমানা নেই"
--------------
ইংরেজি অনুবাদ
--------------
Humanity has no borders!
Why Kashmir? Why Palestine? Why Rakhine? Anywhere-
"Humanity has no borders."
The boundaries of the nation of the world are just political drawing!
In human rights-
No consideration of space-time-people.
Not only that – but also animals have rights,
- Nature has the right, too.
-Everybody has the right to survive.
Who are you?
Why you need-
To take away the rights of others?
Who are you? A killing biological weapon?
Or the soul of a devil?
Or A God?
No, no, nothing of those at all!
You are a human being - I am a human being, all over the world we are just human being!
But why - again and again, you are plotting to push others to death without cause!
Give up playing about the human rights- stop tolling your own interests!
Listen, politicians, extremists, religious fanatics, chauvinist-
If you take away the rights of others, then you are a killer of humanity, a carrier of inferior mind.
If you have no love, you have no mind, if you have no mind, you are not a human!
On the world you who claims as a human being-
Feel same way with same voice:
"Humanity has no borders!"