জানা আছে, কালের শ্রেণীবিন্যাস: আদিম যুগ। মধ্যযুগ। আধুনিক যুগ।
আধুনিককে সর্বশেষ যুগ বলে অনেকে যতিচিহ্ন দাড়ী দিয়েছেন!
কিন্তু আমি হঠাৎ বড় রকমের একটি স্বপ্ন দেখেছি- এখানেই শেষ নয়!
এরপরের যুগটি হবে: মানবিক যুগ।
সে সময়ে সবার মানবাধিকার নিশ্চিত হবে।
আমাকে এই তথ্য দিয়েছে-
শান্তির পায়রার দল। জলপাই গাছ।
আমাকে নিশ্চয়তা দিয়েছে- প্রশান্ত মহাসাগর।
আমি বিশ্বাস করি-
পায়রার চেয়েও সফেদ মানুষের লুকায়িত মন।
জলপাই গাছের চেয়ে চির সবুজ মানুষের তৃতীয় নয়ন।
প্রশান্ত মহাসাগরের চেয়ে শান্ত এবং প্রশস্থ মানুষের আগাম চিন্তার পরিধি।
সুতরাং, আসছে আগামীতে যতো তাড়াতাড়ি পারো- ভালোবাসতে শেখো,
তোমরা পরবর্তী যুগ এর নাম- 'মানবিক যুগ' রেখো!
---------------
ইংরেজি অনুবাদ
---------------
The Humanity Age: A New Phase
Its known, the taxonomy of the time: the primitive era, The middle age, The modern age.
Many people draw stop sign about the modern age as the latest era of time!
But I suddenly dreamed of something bigger - not the end is here!
The next era will be: 'The Humanity Age'.
At that time, human rights will be guaranteed.
I got this information-
From The Pigeon of Peace. From the Olive trees.
Guaranteed by- the Pacific Ocean.
I believe-
People’s mind is white more than pigeons.
The third eyes of human is evergreen more than olive tree.
The calm and wide range of people's thinking is ahead of the Pacific Ocean.
So, let start the coming era as soon as you can. And learn to love,
Please name the next era- 'The Humanity Age'!