পরিস্থিতি সাপেক্ষে আমাদের মাঝে আজ যে সামাজিক দূরত্ব-
তাকে অসামাজিক আচরণ ভেবো না, বন্ধু আমার!
বরং আরো মানবিক! সমাজ বাঁচাতে, মানবতার কল্যাণে-
সাময়িক সামাজিক দূরত্ব বজায় রেখে চলছি ।
এ দূরত্ব সাময়িক । কেটে যাবে হয়তো দ্রুত! আবার আমরা কাছে আসবো ।
আবার আমরা আড্ডা দেবো কাঁধে কাঁধ মিলিয়ে!
কবিতা, গল্প, গান- সবই হবে । হবে ভালোবেসে সীমাহীন হৈহুল্লোর!
কয়েকটি দিন মাত্র এ দূরত্বটুকু মানতেই হবে ।
বন্ধু, তুমিও কিছুদিন আমার মতো চলো....