আজ রাতে বৃষ্টি হতে পারে,
তোমার চোখের ইশারায়, সন্ধ্যাবেলায়, পেয়েছি পূর্বাভাস!
ক্যামন, ক্যামন চাহনি চোখে, প্রেম প্রেম জোনাক জ্বলে।
ঢেউ তোলে সমুদ্রে উত্তাল, আলো-জল খেলা করে।
বাষ্পেরা করে মেহেদি বাটার গান।
মেঘদল সাজায় পালঙ্ক আকাশে।
ভেসে আসে সুরভি তোমার, ভালোবেসে দখিনা বাতাস।
ক্যামন, ক্যামন চাহনি চোখে! বৃষ্টির পূর্বাভাস!
মাতাল সময় এগিয়ে চলে যেন চুপ চুপ মাঝরাতের রানার!
শীতল শীতল স্পর্শে নিস্তব্ধতা নেমে আসে ধীরে ধীরে...
বোধকরি, বিরহে জমানো এতোদিনের দীপক রাগ,
থেমে যাবে এবার- তোমার মেঘমাল্লার রাগে!
সন্ধ্যার ইংগিত মিলে যায়- মাঝরাতে গুলবাগে!
টাপুর টুপুর, ঝিরি ঝিরি...