রাতের অন্ধকার ভেঙে ভেঙে
সেহেরি বেলায়
জেগে ওঠো সব মুসলমান।
মানবতার কল্যাণে
ঐক্যবদ্ধ প্রাণে
গাও সুবহে সাদিকের গান।।
ধরো, কন্ঠে কন্ঠে সুর, সুমধুর
তুমুল উচ্ছাসে
মুসলিম রেনেসাঁর আহ্বানে।
আসবেই সফলতা এবার
প্রাণের ঐক্যতানে
সূর্যোদয়ের দীপ্ত অভিযানে।।