এই কাছে পাই তোমায়
এই পাই না,
লুকোচুরির এ খেলা, কি-
শেষ হবে না।।
হঠাৎ সোনালী রোদ
হঠাৎ বৃষ্টি নামে,
হঠাৎ প্রেম তোমার
হঠাৎ বিরহে থামে!
ভালোবাসার আসা-যাওয়া
ভালো লাগে না।
লুকোচুরির এ খেলা, কি-
শেষ হবে না।।
ক্ষণিক হাসো তুমি
ক্ষণিক করো মান,
ক্ষণিক ভাসাও আমায়
ক্ষণিক ডুবাও প্রাণ!
সুখ দুখের উথাল পাথাল
আর সয় না!
লুকোচুরির এ খেলা, কি-
শেষ হবে না।।
-----------
(গানের লিরিক।)