মাওলানা রুমি'র সাথে কথা হলো আমার!
বললেন,"প্রেমিকের কোন ভয় নেই, যার মঞ্জিল প্রেম!"
আমি আকাশের দিকে তাঁকিয়ে রইলাম কিছুক্ষণ।
দু'চোখে উত্তাল সমুদ্র ঢেউ,
গড়িয়ে পড়া জল হাতের মুঠোয় নিয়ে-
মাঝরাতে মোনাজাতে বললাম,
"লাইলি, আপনি কই?"
নৈঃশব্দ্য মুচকি হেসে উঠলো। আমি কেঁপে উঠলাম।
অনুভব করছি, ঘাম ঝরছে দেহের।
নদীতে বইলো স্রোত।
সবুজ হইলো জমিন।
সোনালি ফসলের অপেক্ষায় এখন;
বয়ে চলছি জীবন রহস্যপথে অবিরাম- দিশাহীন!