দেহাশ্রয়ী পরজীবী চিনতে যদি হয় ভুল,
তবুও ভালোবাসায়, অন্তিম ফলাফলে-
ভাঙে হৃদয়ের সব কুল!
কৃষ্ণকালো কৃত্রিম অথবা প্রাণবন্ত প্রাকৃতিক,
কি চাও?
সম্পর্কে জড়ানোর আগেই-
সিদ্ধান্ত নাও।
পার্থিব লোভে, কৃত্রিম সম্পর্কে-
দেহাশ্রয়ী পরজীবী করে বাস!
মেলে না প্রেম অথবা সুখ, বরং তুমি-
সর্বভুকের আহার, খেলনার ছল,
কাগজের ফুল!
কোন সম্পর্ককে কৃত্রিম করো না।