জীবনের বাস্তবতায়-
হারিয়ে গেছে হিমু হবার সাধ!
কলো কালো রঙের থাবায়-
প্রশান্তির হলুদেও মিশেছে বিষাদ।
মনের কোণে নেই সবুজ মাঠ।
শুধু কংক্রিটে রূপান্তর প্রকল্প চলে হালে।
উদ্দীপ্ত নিউরনসমস্ত নিমগ্ন আজ-
অনাকাঙ্খিত লৌকিক মায়াজালে।
অবশেষে,
ধীরে ধীরে নেমে আসে-
প্রেমিকাহীন জীবনানন্দের মতো অবসাদ।
হারিয়ে গেছে হিমু হবার সাধ!
--------'
কবিতাটি দৈনিক আলোকিত বাংলাদেশ এ প্রকাশিত।