প্রেক্ষিত অতীত! আপাত বন্ধু'র মাথায় অতিবেশি তেল দিলে হেয়ার স্টাইল নষ্ট হয়ে যায় তার। হেয়ার স্টাইল নষ্ট হলে স্বভাবতই চেহারা-সুরত হয় পরিবর্তন। সেই চেহারা, সেই সুরত একসময় আয়নায় পরে অলক্ষ্যে। বন্ধু নয় বরং সকল অতীত সামনে এসে দাড়ায় তখন, বর্তমান ভুলিয়ে দেয়। ভবিষ্যত হয় এলোমেলো!
এই কৌশলে বুদ্ধিমান শত্রুরা তার ভবিষ্যত রাখে ধরে, অতীতে ঠেলে দেয় আমাদের, ব্যস্ত রাখে ক্ষণিকের মোহে। পরে আবার মিলেমিশে সবাই ভাঙারির দোকান থেকে ফেরত আনে ছুড়ে ফেলা কড়াই। ফের জ্বলন্ত উনুনে ওঠে-নামে কড়াই, ওঠে-নামে সময়। পুরোনো বৃত্তেই ঘুরপাক খাই আমরা, আনন্দে অথবা বেদনায়!
সামনে আর আগানো হয় না দেশের...