কন্যাগন্ধা, তুমি ফোটো আজ, রজনী'র বুকে।
ঘ্রাণে মাতাল হই আমি, এই অঘ্রানে, সুখে!
গোলাপী ঘরে-
ছড়াও শ্বেত কপোতের সুধা!
নোঙর করি, নিয়ে এতোদিনের শূণ্য নাও আমার।
বাঁধি মনফড়িং, বিক্ষিপ্ত রাত। ধরি, ডুয়েট গান-
টলটলে যমুনার সুরে। শান্ত। স্থির।
তব বহমান!
-------
কবিতাটি দৈনিক সবুজ বাংলা এ প্রকাশিত।