শীতের রাতে দোকানে চলছে জমজমাট উৎসব।
দোকানে একটি চাদর ছিল কবিতার, আবৃত জোড়া গাদাফুল!
ছিল কর্পোরেট ক্লাসের আরও আরও পণ্য।
ক্রেতারা এলো,
একে একে নিয়ে গেল-
তাদের পছন্দের পণ্যসকল।
রাত গভীর হলো...
দোকান বন্ধ করার নোটিশ লাগিয়ে
বাসায় ফিরে যায় সবাই।
অথচ, আজও চাদরটি কেউ চায় নি,
নেয় নি কেউ গাদা ফুলের ঘ্রাণ!
দুর্ভাগ্যের হ্যাঙ্গারে ঝুলে থাকে- কবিতার ফুলচাদর!
-------
কবিতাটি দৈনিক যায়যায়দিন এ প্রকাশিত।