সুযোগ পেলে-
মানুষকে কিক মারে মানুষ!
অথচ, সময়ের প্যারামিটারে
সব খেলাই ঠুনকো ফানুস।

নয় ছয়! অতঃপর, জয়।
ক্ষণকালের অনুভূতি মাত্র!

তবু একটু হ্যাপি হরমোনের জন্য
মানুষ কী করে অমানবিক হয়?
এসব দেখে, নিরবে কাঁদে-
মহাক্লান্ত মহাসময়!