ভালো নেই শঙ্খচিল, শালিক। ভালো নেই-
ধানসিঁড়ি। ভালো নেই সমুদ্র সফেন।
ভালো নেই নাটোর। ভালো নেই বনলতা সেন!
এই ধারা, ওই নীতি,
বিবিধ কারণ!
ভালো নেই কমলালেবু, ভালো নেই-
মাছরাঙা সূর্য। ভালো নেই হাজার বছরের পথ।
ভালো নেই দোয়েল, ফড়িং, জীবনের রথ!
এই তন্ত্র, ওই মন্ত্র
বিবিধ কারণ!
ভালো নেই দেবদারু-দ্বীপের নক্ষত্র। ভালো নেই-
কুয়াশা, কার্তিকের নবান্ন। ভালো নেই হিজলবন।
ভালো নেই রূপসী বাংলা। ভালো নেই-
'জীবনানন্দ' ফিরে আসার কোন আয়োজন!