রোদমাখা করোটির বুকে ফোটে কামিনী ফুল,
ভেজার বাহানায়!
তুমি, এসো, রাত বেরাতে-
আকাশের কলসিভরা নদীর জলে।

নিভে যাক দহনকাল আমাদের!

দুই শালিখের ভেজা শরীরে জেগে উঠুক-
অশরীরি প্রেম, মানচিত্রহীন!
-------
কবিতাটি দৈনিক জনতা এ প্রকাশিত।