স্পষ্টত, এই দেহ কামুক!
ধন চায়, জন চায়, মান চায়- একান্ত নিজের করে সব চায়,
চাওয়ার শেষ জানে না, সর্বভুক।
অসীম চাওয়াই- কামাগ্নি: ভালোবাসাকে গিলে খায়।
তোমার প্রতি আমার প্রেম ধ্বংস করে- বিদায় চায়!
অথচ আমি যে তোমাকে ভালোবাসি!
গান্ধী মতে, এই দেহকে তাই একটু কষ্ট দিতে চাই।
মনকে, দেহের নিয়ন্ত্রক করার অভিপ্রায়ে-
এই দেহকে দূরে সরাচ্ছি, তোমার মনে স্থান পাবার জন্যে!
---------------
ইংরেজি অনুবাদ
---------------
Kamagni and Me

Obviously, this body is sensual!
It wants wealth, values, it wants everything-
Doesn't know the end of wanting, Like omnivorous.
Infinite Seeking- Kamagni: Swallows love.
Destroys my love for you- wants goodbye!
But I love you!
According to Gandhi, I want to give this body a little pain.
Intended to make the mind controller of the body-
Moving this body away, to get lovely space in your mind!

Note: kamagni- lustfullness is treated as destroying fire.