আদিম যুগের শিলালিপি বীভৎস!
মধ্যযুগের শিলালিপি রক্তরঙ লাল!
আধুনিক যুগে স্বপ্ন ছিল,
শান্তির রঙে রাঙাবে আসমানী নীলে
উড়বে শাদা পায়রা অবিনাশী মানবতার গানে।
অথচ ক্লান্ত পৃথিবী, ক্লান্ত মানুষের প্রাণ
বারবার দ্যাখে চোখে- রঙ বদলায়নি তার!
আদিম আর মধ্যযুগেই
ঘুরপাক খায় কালের শিলালিপি
অমানবিক চিত্রকলা খোদাই করা গায়।
------
কবিতাটি দৈনিক খবরের কাগজ এ প্রকাশিত।