সুচিন্তা যখন, রাজনৈতিক উত্তাপে-
বাষ্প হয়ে উড়ে যায়, সময়ের হাওয়ায়
নেমে আসে তখন কালবৈশাখির ঘন অন্ধকার।
শাদা পালকের পাখিসব থাকে দূরে দূরে
পলাতকা জনঅধিকারের মতন।
সুযোগ পেয়ে ফিরে ফিরে আসে-
তোষামোদি চড়ুইয়েরদল উৎসব মেজাজে
বেসুরো কাকেরা এসে দাড়ায় কার্ণিশে ফের
আর স্বদেশ মানচিত্র মায়াহীন হয়ে পড়ে থাকে
গুমোট আবহাওয়া অধিদপ্তরে।
বোঝা দায়, এই সময়ে-
কত নম্বর বিপদ সংকেত কখন বয়ে যায়!