চলে যাও তবে মনে রেখো
আমাদের হয়তো দেখা হবে না আর
           তখন তুমিও কাঁদবে
           আমিও কাঁদবো
অথচ কেঁদে কেঁদে যাবো ফিরে
দুজনের ভিন্ন দু'টি নীড়ে।
কাছে আসবার থাকবে না আর কোন অবকাশ!

সকল স্বপ্ন ভেঙে দিয়ে
ভেবো না ভীষণ জয় হয়েছে তোমার,
           শেষের কবিতায়
           বিরহ ধারায়
দেখবে, শ্রাবণের জল হয়ে বয়ে যাবো
একই রকম দুঃখের মোহনায়।

এবং এভাবেই প্রাক্তনদের ভাগ্যরেখায়-
'যুগপথ বিষন্নতা' অটোমেটিক লেখা হয়ে যায়!