যুগল পাখির মতো দুজনে চলো
বেড়াই উড়ে ঐ আকাশ নীলিমায়,
সব স্বপ্নের ডানা মেলে মহা আনন্দে
ডুবে থাকি চিরদিনই ভালোবাসায় ।।
যুগল পাখির মতো কলরবে আজ
হোক জীবন সুখময়,
নেই কোনো বাধা, নেই কোনো লাজ
হৃদয় খুঁজুক হৃদয় ।
পাখিরা থাকে যেমন আপন নীড়ে আপন
মিস্টি মধুর সধনায় ।।
একলা পাখিরা কখনো বাঁচেনা ভালো
তুমি ছাড়া আমি তাই,
তোমার বাহুর মাঝে লুকিয়ে আমি
স্বর্গসুখ খুঁজে পাই ।
বাকি সব মিছে, কেবলই তোমারই ছোঁয়ায়
এ জীবনে বেঁচে থাকা যায় ।।
(মূলত এটি গানের কবিতা ।)