“যুদ্ধের খেলায় আর প্রেমের বেলায়-
সবকিছু বৈধ”- অনেক লোকে বলে !
শুনে মন ভাবে- কতটুকু সত্য এ কথা,
কতটুকু মিথ্যা- অন্যায় ঢাকার ছলে !
প্রতারণা, অন্যায়, অবিচার - সবই গ্রহণযোগ্য
কিভাবে ? আছে কি যথাযথ যুক্তি ?
ভয়ঙ্কর বিপদ রয়েছে লুকায়িত এ কথায়
চাই এখনই এ বিশ্বাস থেকে মুক্তি ।
যুদ্ধ-প্রেম দুটোরই রয়েছে রকমফের
কল্যাণ- অকল্যাণ উভয় সম্ভাবনা
যতটুকু কল্যাণকর-ততটুকুই বৈধ
অকল্যাণটুকু- অবৈধ, কেন বলবো না?
আচ্ছা,তর্কের খাতিরে - কয়েকটি প্রশ্ন
সব যুদ্ধ বৈধ ? বৈধ সব প্রেম ?
অথবা যুদ্ধে-প্রেমে সব বৈধ ?
উত্তর খুঁজলে – বললাম, পাবে হেম !