এসো, ভালোবাসো। আমি প্রতিশ্রুতি দিচ্ছি-
আমরা প্রবেশ করবো এক 'জ্যোতির্ময়' গুহায়!
যেখানে দেয়ালে দেয়ালে ফুল হয়ে ফোটে-
আসমানি তারার দল। শুদ্ধতার আলো ছড়ায়।

তুমি কি জানো? জাগতিক কামনার জলে-
ভেসে ভেসে আসা অন্ধকার,
হৃদয়ের উপরে জমে অদৃশ্য করে দেয় প্রেম!
নদীর মতো নাব্যতা হারায় মনের গভীরতা।
স্রোতহীন হয়ে পড়ে জনকল্যাণচিন্তা।
মানুষ তখন, পৃথিবীর সহচর প্রাণীদের থেকে অভিন্ন!
ভুলে যায় আত্মপরিচয়।
এমন ভয় আমার, আমাকে নিয়ে হয়।
এমন ভয় আমার, তোমাকে নিয়েও হয়!

এসো, দূর করি ভয়। ঐশ্বরিক প্রেমে, জ্যোতির্ময় ছোঁয়ায়!

----------
কবিতাটি দৈনিক আলোকিত বাংলাদেশ এর সাহিত্য সাময়িকী প্রকাশিত।