চন্দ্রাকর্ষণে সমুদ্রে ওঠে ঢেউ!
তখন, যখন মনের জোছনার সাথে চাঁদের জোছনা মিশে যায়-
ঠেকাতে পারে কেউ? পারে না!
নিয়ন্ত্রণ হারিয়ে উত্তাল সমুদ্রে ডুবে যায় প্রেমিক নাবিক!
অমৃতের সন্ধানে যখন ডুবাতে থাকে অবিরাম-
সময়কাটায়, জ্যোর্তিবিজ্ঞানে ততক্ষণে পরিবর্তিত ক্ষণ!
চাঁদের সামনে আসতে থাকে, ভাসতে থাকে-
কালো আবছা মেঘের নেকাব,
ভেঙে যায় নাবিকমনের সুপ্ত আলোর খোঁয়াব!
ধীরে ধীরে জোছনা লুকায় কৃষ্ণপক্ষে...