জীবন যেন পত্র-ঝরা এক বৃক্ষ
কখনো পূর্ণ সবুজে, কখনো বা শুণ্য
কখনো শুধু কাঠ আর মূল, কখনো ফোটে ফুল
কখনো বিষন্ন সে, কখনো আনন্দ অতুল ।
জীবন যেন নদীর মোহনায় জমে ওঠা পলিদ্বীপ
ক্ষণকাল অস্তিত্বের প্রকাশ বা ক্ষণিকে নিভে দ্বীপ
হতে পারে প্রাণের স্পন্দন অথবা অঙ্কুরে শেষ
কখনো জোটে তিরস্কার, কখনো বাহবা বেশ ।
জীবন যেন কোন এক পাহাড়ী ঝরনা
কোনটা উষ্ণ, কোনটা আবার শীতল
কখনো গন্তব্য মূলস্রোতে, কখনো এলোমেলো
কখনো ভাটার টান, কখনো প্রাপ্তিতে পূর্ণ ।