কুপথের শাখা নদী, সুপথের নদীতে- এসে মিলে যায় মাঝেমাঝে,
মন মাঝি তুমি বাও, জীবনের নাও, বুঝে শুনে নিয়ত সকাল সাঁঝে।
যদি রাখো নিয়ত পাকা, সুপথে থাকা, গন্তব্যে স্থির থাকে চিত্ত,
তবেই ভবে, শত বাধা বিপত্তি পিছে পরে রবে, এগিয়ে যাবে নিশ্চিত।
দেখবে অজান্তেই পালে লাগবে হাওয়া, এক বাওয়ায় হবে বহুপথ বাওয়া,
উত্তাল জলরাশি, বিপদের ভ্রুকুটি হাসি, সবই করে জয় পূর্ণ হবে চাওয়া।
জেনো, সুমত, সুপথ, আস্থা- এই তিনে 'নিয়ত গুণে বরকত' আনুপাতিক উপহার,
পরীক্ষার নদীতে বীরের মতই বিজয়ী হবে বারবার, সুখেই কাটবে জীবনের কারবার।