মা....
জেগে ওঠো সব মা।
তোমার ছেলে, তোমার মেয়ে-
বিপথে আজ যায় যে চলে!
তুমি কি দেখো না,
তুমি কি বোঝ না?
মা....
জেগে ওঠো সব মা।।

মারামারি, হানাহানি-
চলছে ভীষণ আজ,
মানবতা হারিয়ে সবাই-
নষ্ট করছে সমাজ।।
খুন, ধর্ষণ, রাহাজানি
আজ নিত্য ঘটনা!
জেগে ওঠো সব মা।
মা....
জেগে ওঠো সব মা।।

তোমার ছেলে, তোমার মেয়ে,
তুমি যদি করো ঠিক,
সব পরিবার থাকবে সুখে-
সমাজ চলবে সঠিক।।
সবার জীবনের শিক্ষাগুরু-
তুমিই সে প্রথমা।
জেগে ওঠো সব মা।
মা....
জেগে ওঠো সব মা।।