হে থার্ড ওয়ার্ল্ড, পেছনে জঙ্গল, সামনে মঙ্গল।
যাত্রাপথ- বিবেচনার।
পেছনে মিথ, সামনে বিজ্ঞান।
যাত্রাপথ- সভ্যতার।
দৃষ্টি তোমার, ইচ্ছেখুশি তাকাও!
মন তোমার, ভাবনায় ডুবাও!
কোন পথে মুক্তি?
নিশ্চয়ই স্যাপিয়েন্স,
পেছনের দিকে হাটেনি কখনও!
সামনে চলো, রহস্যভেদের নেশায়-
তুমিও তুমুলকরে মাতো!
মহাবৈশ্বিক এই দৌড় থেকে ছিটকে পড়ে,
আগামী প্রজন্মের কাছে-
হারিয়ে যাওয়া নৃতাত্ত্বিক গল্প হবার যুক্তি নেই কোনও!