বাংলাদেশের জাতীয় পশু-
রয়েল বেঙ্গল টাইগার,
মাথা উঁচিয়ে চলে সদা-
সুন্দরবনে বাড়ি তার।
হলদে-কালো ডোরা কাটা
বনের রাজা বাঘের গায়,
হালুম হালুম ডাকলে পরে
অন্য পশুরা ভয় পায়।
শক্তির প্রতীক, সাহসের প্রতীক
বাঙালি জাতির মতো,
আদর করে 'বাঘ মামা' ডাকি,
ভয় পাইনা ততো!