একদিন, জিজ্ঞেস করেছিলাম তাঁকে-
তুমি আমার কি হও?
রহস্যময় হাসি! উত্তর এলো-
"আমি তোমার 'যমুনা' হই!"
স্পষ্টতই, আমি বুঝিনি
আথবা বুঝতে চাইনি তার মানে,
নির্বাক, অপলক চেয়ে থেকেছি শুধু!
নিঃশব্দ পায়ে, সে হেঁটে যায় দূরে...
যৌবনা চাঁদ জোছনা হারায় মেঘের কোলে!
অথচ, আজ, পড়ন্তবেলায়-
শুনি সাঁইজি'র গান!
কর্পোরেট বলয়ে বন্ধক রেখে জীবন,
ধরি, মুখোশে বাউল বাউল ভাব!
--------
কবিতাটি দৈনিক ইত্তেফাক এর সাহিত্য সাময়িকী প্রকাশিত।