দূর কক্ষপথে, ছিলাম দুজনে।
ভালোবাসার মহাকর্ষ টানে,
কাছে এসে, পাশে বসে, রেখেছিলাম চোখ-
তোমার চোখের পানে।
যাত্রা শুরু, আনন্দ পথে-
যেন যুগল স্যাটেলাইট।
কেন্দ্র প্রেম। ঘূর্ণন অক্ষ-
স্বপ্নের বসবাসে।
তোমার ঠোঁটের কোণে, তখন, এক ফালি চাঁদ হাসে
দেখে সুখে, মন আমার, আকাশগঙ্গায় ভাসে।।
হঠাৎ বিদায়! হঠাৎ হলো ছুটি!
পৃথিবী ছেড়ে আকাশগঙ্গায়-
তারারা আবাসিক জুটি!
তোমার হাসি, চোখের ঝলক
তরঙ্গে তরঙ্গে ভাসে,
তোমার ভালো থাকার খবর
আমার এখানে আসে!
তোমার সুখে,
বেদনা মুছে, মিটিমিটি আমি জ্বলি-
মহাশূন্যে, দূর ভুবনে-
প্রেমের অমরাবাসে।