মনোসঙ্গম করেছি তোমার সাথে, গতরাতে, কৃষকধ্যানে!
লাঙ্গল দিয়ে ফালি ফালি করেছি স্বপ্নের জমিন। হালকা হালকা বৃষ্টি ছিলো-
মই দিয়ে, সহজে, সমতল করেছি উঁচু-নিচু বুক। থেমে থেমে-
শ্রমে-বিশ্রামে সাজিয়েছি কাঙ্ক্ষিত বীজতলা।
তারপর, উন্নত ডিএনএ ধারক বীজ বুনেছি যতনে। কিছুদিন, কিছুক্ষণ পরে-
স্বপ্নের জমিন হলো- সবুজ উদ্যান। যৌবনা ধানগাছে ফসলের মৌঘ্রাণ।
সোনালী ফসলে- আনন্দে নেঁচে ওঠে প্রাণ, পাগলপ্রায় ভালোবাসায়-
আত্মজ-আত্মাজার সমৃদ্ধ হাসি গানে!
সার্থক হলো সঙ্গম আমার সুফলা কৃষকধ্যানে!
রাত শেষ। সূর্য উঠে গেছে। ফের রাতে, প্রতিরাতে-
মন চায়- তোমায় নিয়ে স্বপ্ন দেখবো আবার!
বলো, হবেতো কৃষাণী আমার?