শুরু করো... হিমালয় না পারো, উঁইঢিবি গড়ো!
পাতালভেদী সংগ্রামে পাখনায় শক্তি জমে,
মুক্তাকাশে ওড়াউড়ি হয় নির্বিঘ্ন স্বাধীনতায়।
জীবন এমন হোক তরুণে ভাবনায়-
পার্শ্বক্ষতির ভয়ে তুমি নয়, লুকিয়ে কাঁপুক শোষকদল!
স্বপ্ন হোক 'মানবাধিকার মহাকাশ' জয়।
আলোকমুখী যাত্রায়- বাজুক মাদল!
শুরু করো... হিমালয় না পারো, উঁইঢিবি গড়ো!