হে ফেব্রুয়ারি, তুমি এসো
তুমি এসো যখন আমরা নত করি শির,
ভুলে যাই মাতৃভাষার মায়াময় রূপ;
গান গাই একুশ বিরুদ্ধ চেতনায়!
তুমি এসো তখন,
কৃষ্ণচুড়ার শাখায় শাখায়।
মিনারে মলিনতার ছোঁয়া
যখন বোধ কেড়ে নেয় আমাদের,
নাঁচি হিপহপ ভিনদেশি জাতীয়তাবোধে
মন ভুলানো নানা তত্ত্বে-তথ্যে;
তুমি এসো তখন,
বাংলা বসন্তদিনে পাখির কন্ঠে।
এসো ফুলের সৌরভে, দখিনা বাতাসে
নদীমাতৃক জলের মধুর মোহনায়।
এসো অ আ ক খ'র ঐক্যতানে,
সবার আগে বাংলাদেশে
প্রতি জনঅন্তরে! এই বাংলায়-
একুশ রেখো সঙ্গে। সঙ্গে রেখো আমায়।
হে ফেব্রুয়ারি, তুমি এসো...