শীতার্ত পাখিসব, ডেকে ওঠো
ডেকে ওঠো কাঙ্খিত বসন্তদিনের কামনায়।
ঝরাপাতার মর্মরধ্বনি রূপান্তরিত হোক
নতুনের গানে গানে, শ্লোগানে!
চাপাকলির খোলস ভেঙে
ফুলেরা ফুটে ওঠো অবিরাম গণতান্ত্রিক সৌরভে!
মুগ্ধতার এই সমস্ত কোলাহলে
নদীরা বয়ে চলো উল্লাসিত স্রোতে
কবিতামাতৃক বাংলাদেশে- ইচ্ছেখুশি!
শীতল সম্পর্কসব উষ্ণ হোক।
সম্ভবনাময় একটু উষ্ণতার জন্যে
হে বসন্ত, তোমাকে অতল অভ্যর্থনা!
------
কবিতাটি দৈনিক প্রতিদিনের সংবাদ এ প্রকাশিত।