এই সন্ধ্যায়
কুয়াশাবৃষ্টি হয়ে ঝরে যাক
তোমার দুঃখসব।
চুপ হোক
দীঘল রাতে একলা থাকা
কষ্ট কলরব।

সময় গড়িয়ে
আনন্দ গানে ভোর হোক।

সফল সফরে
ছড়াক ঝলমলে সূর্য ময়ূখ
তেজস্বী চলনে।
দিনান্তে
আসুক আরেকটি সন্ধ্যাসময়
প্রশান্তির শিহরণে।

এভাবে, এই হেমন্তে
আহ্নিক গতি চক্রে
সম্পূর্ণ সময়-
নিবেদিত হোক
তোমার জন্যে
সুখে সৌরভে গতিময়।