হেমন্ত উৎসব আমার- শুধু তোমায় ঘিরে!
তোমার জন্য-
ঘাসফুলের নুপুর, শিউলির মালা।
কামিনীর টিকলি, ছাতিমের ডালা।
সাজো। সৌরভে মাতো!
তারপর, আমার নিমন্ত্রণে,
শান্ত শান্ত শীতল শীতল কুয়াশাভেজা স্নিগ্ধ পায়ে-
'একেলা স্বর্গ' থেকে এসো নেমে।
উৎসব হোক শুরু যুগল প্রেমে
জনমে, পরজনমে সুন্দর!
--------
কবিতাটি দৈনিক আজকালের খবর এ প্রকাশিত।