আঁধার রাতে চাঁদ আলো ছড়াক...
আঁধার দিনে হাসুক- সূর্য,
সব কন্ঠে বাজুক শান্তির গান...
কোন কন্ঠে নয়- রণতূর্য!
আদিমতাপ্রসূত যুদ্ধের দিন শেষ।
এখনতো মানুষ- মানবিক যুগে করবে প্রবেশ।
মসজিদের মিনারে ধ্বনিত- "হাইয়া আলাল ফালাহ"
প্রতিধ্বনিত হোক মূখে-মনে বারবার।
মন্দিরের ঘন্টা ধ্বনির সাথের বানী- "ওম শান্তি, শান্তি"
প্রতিধ্বনিত হোক মূখে-মনে বারবার।
গীর্জার প্রার্থনা বানী- "গড ব্লেস আস অল"
প্রতিধ্বনিত হোক মূখে-মনে বারবার।
প্যাগোডার প্রার্থনা বানী- "সব্বে সত্তা সুখিতা ভবন্তু"
প্রতিধ্বনিত হোক মূখে-মনে বারবার।
সব ধর্মমতেই, সাম্প্রদায়িক সহিংসতা অযৌক্তিক।
হও শান্তির সৈনিক, হও মানবিক।।