তোমার চোখ যখন কথা বলে-
আমার হৃদয় দিয়ে শুনি!
ভেবোনা, আমি ফকির, দরবেশ অথবা ঋষি, মুণি-
প্রেমিকমাত্র!
শুধু তাই নয়-
অজান খবর জানতে হয়- প্রেমিকদের, আমি জানি!

মনের লাল-নীল সব খবর চোখে প্রকাশ।
প্রেমিকমাত্র বুঝতে হয়- ভ্রমর হয়ে ছুটোছুটির পূর্বে-
ফুলের ভাঁজে ভাঁজে লুকায়িত আবেদনপত্র!
কি লেখা? কাছে আসবার গান,
নাকি দুরত্ব বজায় রাখার আহ্বান!

অঙ্গভঙ্গিই গোপন প্রেমের প্রকাশিত ভাষা!
-------
ইংরেজি অনুবাদ
-------
Language of the secret love!

When your eyes speak-
I listen it into my heart!
Don't think, I am Fakir, Dervish, Sage or Fortune teller-
Just a Lover!
Not only that,
Unheard news should be known by the lovers, I know!

The red-blue stage of mind.
The lover should be understood. And
Before leaving for a trip.
Hidden application in the fold of flowers!
What is writing there? Cued song,
Or request to keep distance!

The gesture is the hidden language of the secret love!
-------
Note: Fakir:: Wanderer
Red-Blue Stage:: Ups and Downs